পার্থকে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ আদালতের

এনএফবি, কলকাতাঃ

এসএসসি নিয়োগ মামলায় নয়া মোড়। মঙ্গলবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে রাজ্যের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। মঙ্গল বার বিকেল সাড়ে ৫টার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্য়ায় তাঁর নির্দেশে স্পষ্ট করে দিয়েছেন যে, কোনওভাবেই সিবিআই হাজিরা এড়াতে মন্ত্রী এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি হতে পারবেন না।

উল্লেখ্য, নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের মামলায় আবদুল গনি আনসারির দায়ের করা মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি।

আদলত জানিয়েছে, সিবিআই প্রয়োজনে তাঁকে গ্রেফতার করতে পারবে।