স্থানীয়

উপর থেকে পড়ে রং শ্রমিকের মৃত্যু

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় একটি বাড়িতে রংয়ের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। সুবীর সরকার নামে খানদ্রা এলাকার বাসিন্দা গতকাল চকদিঘী এলাকায় একটি বাড়িতে রংয়ের কাজ করছিল সেখানে একটি স্ল্যাব ধরে রংয়ের কাজ করবার সময় স্ল্যাব ভেঙে নিচে পড়ে যান ৷

মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অতিদরিদ্র ওই পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সেই কারণে ওই ব্যক্তির মৃত্যুতে তার পরিবার প্রভূত ক্ষতিগ্রস্ত হবে বলে তার পরিবার সূত্রে জানা গেছে। এই দুর্ঘটনাতে ব্যক্তির পরিবার ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। যদিও অভিযোগ যে ঠিকাদর সেই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করছেন। পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে।

এদিন ব্যক্তির মৃতদেহ ময়না তদন্ত হচ্ছে বালুরঘাট পুলিশ মর্গে। অভিযুক্ত ঠিকাদারের বক্তব্য যে তিনি ও দরিদ্র, তাই ব্যক্তির পরিবারের তরফ থেকে চাওয়া বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া তার পক্ষে সম্ভব নয়।