জেলা

পুণ্যলাভের বিশ্বাসে আত্রাই নদীতেই স্নান পুণ্যার্থীদের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

মিল নেই তবু কূল আছে, আছে বিশ্বাস। আর সেই বিশ্বাসের জোরেই মকর সংক্রান্তির পুণ্যস্নানের জন্য অগুনতি মানুষের ভিড় জমে কপিলমুনির আশ্রম সংলগ্ন আত্রাই নদীতে।

স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগরের যে মকর সংক্রান্তির পুণ্যস্নানে ফল পাওয়া যায়, সেই একই পুণ্য লাভ হয় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের গঙ্গাসাগর মেলার কপিলমুনির আশ্রম সংলগ্ন আত্রাই নদীতে সংক্রান্তিতে স্নান করে। আর এই বিশ্বাসেই গত ৩৯ বছর ধরে আত্রাই নদীতে কপিলমুনির আশ্রমকে কেন্দ্র করে মকর সংক্রান্তির পুণ্যস্নানের আয়োজন হয়ে আসছে।

অনুষ্ঠান পরিচালন কমিটির সভাপতি পরিমল সরকার জানান, করোনার প্রকোপে গত তিন বছর ধরে এই মকর সংক্রান্তির পুণ্যস্নান অনেকটাই ম্লান। প্রতিবছর প্রচুর মানুষের ভিড় জমে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর এলাকায় মকর সংক্রান্তি উপলক্ষে। কিন্তু বিগত দু বছরের মতো এ বছরও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষ লাগাম টেনেছে তাদের ভক্তিতে। করোনা মুক্ত দেশ ও বিশ্বের মঙ্গল চাইছেন পুণ্যস্নানে আগত পুণ্যার্থী সহ পুজো কমিটির সকলেই।