স্থানীয়

ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল হাতি

এনএফবি,আলিপুরদুয়ারঃ

ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল একটি হাতি। বুধবার বিকেলের ঘটনা। জানা গিয়েছে, গতকাল বিকেলে শিলিগুড়ি জংশন থেকে রওনা হয়ে ১৫৭৬৭ আপ ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি আলিপুরদুয়ার জংশন যাচ্ছিল। গুলমা স্টেশন পেরিয়ে সেবক স্টেশনের দিকে যাচ্ছিল ট্রেনটি। বিকেল ৫টা ৩৫ মিনিট নাগাদ জঙ্গলের মাঝে রেলের ২৩/১ কিমি এলাকায় একটি হাতি জঙ্গলের একদিক থেকে অন্যদিকে যাবার উদ্দেশ্যে রেললাইনে উঠে আসে। দুর্ঘটনার আশঙ্কায় লোকো পাইলট আর আর কুমার এবং সহকারী লোকো পাইলট সৈকত কুন্ডু আপৎকালীন পরিস্থিতিতে ব্রেক কষে ট্রেনের গতি একেবারে কমিয়ে দেন। যার জেরে সম্ভাব্য এক সংঘর্ষ ঠেকানো গিয়েছে বলে উত্তর পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে।