মনিপুরের লুপ্তপ্রায় পেংবা মাছের চাষ হলদিয়ায়

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

একদিকে যখন হারিয়ে যাওয়া পেংবা মাছ নিয়ে উদ্বিগ্ন মনিপুর, তখন এই রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার হাত ধরে পশ্চিমবঙ্গ রাজ্যে পেংবা মাছের চাষের প্রসার বেড়েই চলেছে।  মনিপুর রাজ্যের সুস্বাদু মাছের চাহিদাও দিন দিন বাড়ছে। হলদিয়া ব্লকের হাত ধরে রাজ্যে প্রথম পরিচয় পায় পেংবা মাছ। মাছের হ্যাচারী মালিকরা ভিড় জমাচ্ছে হলদিয়ার পেংবা মাছের খামার গুলিতে।

আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসের আগে স্টেশনে তল্লাশি

এক হ্যাচারী মালিক জানান,”সারা রাজ্যে পেংবা মাছের চাহিদা বাড়ায় আমরা পেংবা মাছের ব্রীডিং শুরু করেছি। পেংবা মাছ কেবল আমাদের দেশের মনিপুর রাজ্যের লোকটাক হ্রদ ও তার নদীতে পাওয়া যায়।” লোকটাক হ্রদ ভারতের মনিপুর রাজ্যের একটি হ্রদ। যা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ। হ্রদটি পেংবা মাছের প্রজনন ক্ষেত্র, কিন্তু ইথাই ব্যারেজের দ্বারা এর অভিবাসন পথের বাধার কারণে পেংবা অবলুপ্তির পথে। মণিপুরের বিভিন্ন নদী ও লোকটাক হ্রদ ছাড়া চিনের নদনদী ও হ্রদে, মায়ানমারের চীন্দুইন নদীতে এই পেংবা মাছ পাওয়া যায়। তবে মণিপুরের মানুষদের কাছে এই মাছ ‘পেংবা’ বলে পরিচিত হলেও চিনে নাম ‘নাগা-হপ-আউং’ বা ’নাগা নেট হুয়া’। তবে এই মাছের বিজ্ঞান সম্মত নাম ‘অস্টিওব্রামা বেলাঙ্গিরি’। মনিপুরের নিংঙোল চাকৌবা লোকউৎসবে পেংবা মেলারও আয়োজন করা হয় ।


হলদিয়ার মৎস্যচাষ সম্প্রসারণ আধিকারিক সুমন কুমার সাহু বলেন,  “রুই , কাতলার সাথে মিশ্রভাবে পেংবা মাছের চাষ খুব লাভজনক। পেংবা শাকাহারি মাছ, বাড়ির পুকুরের সবুজ আগাছা খেয়ে বেড়ে ওঠে। তাই খুব সহজেই পেংবা মাছের চাষ করা যায়।” মৎস্য কর্মাধ্যক্ষ,”গোকুল মাজি বলেন, হলদিয়ার মহিলারাও মাছ চাষে এগিয়ে রয়েছে।”

আরও পড়ুনঃ সামাজিক প্রকল্পে মমতার প্রশংসা, হাজার কোটি ঋণ বিশ্ব ব্যংকের