এনএফবি, বহরমপুরঃ
ছাত্রী খুনে অভিযুক্ত সুশান্ত চৌধুরীর ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করল ফিঙ্গার প্রিন্ট বিউরো। বুধবার দুপুরে বহরমপুর থানায় আসেন ফিঙ্গার প্রিন্ট বিউরোর সদস্য এবং জেলা পুলিশ সুপার। এদিন তারা থানায় এসে সুশান্তর হাতের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেন এবং সেগুলি ফরেনসিকে পাঠানোর ব্যবস্থা করেন।
জেলা পুলিশ সুপার কে শবরী রাজকুমার জানান, আজ বহরমপুর থানা থেকে অভিযুক্ত সুশান্তের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হল। এবার সেগুলি ফরেনসিকে পাঠিয়ে খুনে ব্যবহৃত জিনিস পত্রের সঙ্গে মিলিয়ে দেখা হবে।
আরও পড়ুনঃবহরমপুরে প্রকাশ্যে ছাত্রী খুন