ইস্টবেঙ্গলের দলগঠন নিয়ে ব্যাক গিয়ার দিলেন প্রাক্তনরা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আইএসএলের মানের দল তৈরী করতে না পারলে ইস্টবেঙ্গলের আইএসএলে খেলে গত দুই মরশুমের মত মাথা নিচু করে লাভ নেই বরঞ্চ আইলিগ, আইএফএ শিল্ড ডুরান্ড কাপে খেলুক ইস্টবেঙ্গল ক্লাব। মুখ্যমন্ত্রী ইনভেস্টর ঘোষণার এক মাস হয়ে যাওয়ার পরেও ক্লাবের চুক্তি আর দল গঠন না হওয়ায় গত মাসে লাল হলুদের প্রাক্তন ফুটবলারদের একটি কমিটি চিঠি দেন ক্লাবকে । সেই চিঠির এক মাস হতে চলল চুক্তি সই হলো না ক্লাবের। কী ব্যবস্থা নেবেন প্রাক্তন রা! এই নিয়ে ব্যাক গিয়ার দিচ্ছেন প্রাক্তনরা। এদিন কলকাতা স্কুল ফুটবলের অনুষ্ঠানে এই কমিটির অন্যতম সদস্য প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায় জানালেন,” দুই পক্ষই চুক্তি করতে আগ্রহী। ক্লাব ও ইনভেস্টর আগে সই হোক । আমরা ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার হিসেবে চাইবো ইস্টবেঙ্গল যাতে নিজেদের গৌরব আবার ফিরে পাক। কারণ তারা মাঠে নামে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এটাই চাইবো ভালো দলগঠন হোক।” কিন্তু তারাই চিঠিতে বলেছিলেন ভালো দলগঠন সম্ভব নয়। এই বিষয়ে প্রশান্ত ১৮০ ডিগ্রি ঘুরে জানালেন,” এটা তারাই বলতে পারবে যারা দলগঠন করছে কোন প্লেয়ার ফ্রি আছে কোন প্লেয়ার নয় আমরা শুধু আমাদের মতামতটা ক্লাবকে দিতে পারি আর বেশি কিছু নয়। আর একটা কথা কোন প্লেয়ার কোন ক্লাবে যাচ্ছে ভেবে লাভ নেই কারোর জন্য কোনো কিছু আটকে থাকে না।” অন্যদিকে প্রাক্তনদের কমিটির অন্যতম সদস্য প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার রহিম নবি বললেন,” আগে তো দলগঠন হোক তারপর তো বলতে পারবো যে ইস্টবেঙ্গল কেমন দল করল, আগে থেকে মন্তব্য করা ঠিক হবে বলে আমি মনে করি না।” চলতি মাসে ৩২ টা দল নিয়ে কলকাতায় শুরু হতে চলেছে স্কুল ফুটবল টুর্নামেন্ট।

রহিম নবি