এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
অবশেষে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালের আউটডোর থেকে বাংলাদেশি ওষুধ দেওয়ার ঘটনায় রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর। আগামী ৪৮ ঘন্টার মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় গঠিত হয়েছে তিন সদস্যের একটি টিম। উল্লেখ্য, গতকাল কাঁথি মহকুমা হাসপাতালে রোগীদের বাংলাদেশি ওষুধ দেওয়া হচ্ছিল। যা ভারতে নিষিদ্ধ এক প্রকার। সেই ওষুধ কিভাবে কাঁথি মহকুমা হাসপাতালে দেওয়া হচ্ছে তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। এবার সেই ঘটনায় রিপোর্ট চাইল স্বাস্থ্য দফতর।