এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
মেছদায় দিনে দুপরে ডাকাতি। ডাকাত এর সঙ্গে খন্ড যুদ্ধ বাড়ির মালিকের। ডাকাতের মারে আহত হন বাড়ির মালিক। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদাতে দুপুর একটা নাগাদ মেছেদার পাইকারি ফল ব্যাবসায়ী প্রভাষ মাইতির বাড়ীতে কেউ না থাকার সুযোগ নিয়ে দরজা ভেঙ্গে বাড়ির চারটি স্টিলের আলমারি ভেঙ্গে নগদ দুই লক্ষের বেশি টাকা ও বেশ কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেওয়ার সময় বাড়ির মালিক প্রভাব বাবু বাড়িতে পৌঁছে যান। বাড়িতে ভিতর থেকে দরজা বন্ধ থাকায় সন্দেহ হয়।তিনি বাড়ির ভিতরের আলমারির ভাঙ্গার আওয়াজ পান। তাই প্রভাষ বাবু বাড়ির দরজা ভেঙ্গে বাড়ির ভিতরে ঢুকে দেখেন এক যুবক কাঁধে ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করছে। তৎক্ষণাৎ প্রভাষ বাবু ওই বাড়ির মধ্যে থাকা ডাকাতের গেঞ্জির কলার ধরে ফেলে। দুজনে খন্ড যুদ্ধ চলতে থাকে বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে থাকা যুবক ডাকাত টি পকেট থেকে ছুরি বের করে প্রভাষ বাবুকে আঘাত করতে গেলে প্রভাষ বাবু ডাকাতকে ধাক্কা মেরে ছুরি ফেলে দেয়। তৎক্ষণাৎ চোর টি পালানোর চেষ্টা করে, বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা আর এক ব্যক্তি টাকা ও গহনার ব্যাগ নিয়ে চম্পট দেই। প্রভাষ বাবুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে এক জনকে ধরে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেয়। কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।