স্থানীয়

ফাঁসিদেওয়ায় ফের চিতা বাঘের আতঙ্ক

এনএফবি, শিলিগুড়িঃ

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুন্সিবাড়ি এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়াল।

জানা গিয়েছে যে, রবিবার রাতে ওই এলাকার একটি গরু হারিয়ে যায়। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করার পর স্থানীয় একটি চা বাগানের ভেতরে সেই গরুটির মৃতদেহ দেখতে পায়। এই খবরটি চাউর হতেই চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন যে, চিতা বাঘের ভয়ে রাতে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। এলাকাবাসীরা চায় বন দফতর এই এলাকায় এসে টহলদারি চালক এবং চিতাবাঘ ধরার জন্য খাঁচা পাতুক। প্রসঙ্গত ওই এলাকায় দু’বার বন দফতরের পাতা বাঘবন্দি খাঁচায় চিতাবাঘ উদ্ধার করা হয়ে ছিল।