জেলা

বালুরঘাটে শান্তির বার্তা চিত্র শিল্পীদের

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে সারা বিশ্বে এখন একটি উত্তপ্ত পরিবেশের সৃষ্টি করেছে। সারা বিশ্বে হানাহানি হীন প্রতিটি শিশুর বাসযোগ্য করে তুলতে হবে এটাই প্রতিটি শান্তিকামী মানুষের আহ্বান। এরই মাঝে আজ শিল্পী দিবস। তাই এই দিনটিকে সামনে রেখে যুদ্ধের বিরুদ্ধে শান্তির বার্তা নিয়ে একটি অভিনব উদ্যোগ নিল বালুরঘাটের শিল্পীদের সংগঠন ‘আতস’। তারা এদিন বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে একটি শান্তির বার্তা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলেন। তাদের ছবির মধ্য দিয়ে এই অপ্রয়োজনীয় যুদ্ধের বিরুদ্ধে তারা প্রতিবাদে সামিল হলেন। সারা পৃথিবী জুড়েই যখন অহেতুক উত্তেজনার পরিবেশ, ঠিক তখনই আতস নামে শিল্পীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

নিজস্ব চিত্র