এনএফবি, মালদাঃ
দেহ সৎকারের জন্য ইলেকট্রিক চুল্লি গড়ে তোলার লক্ষ্যে শ্মশান এলাকায় পরিদর্শন করলেন বিধায়িকা-সহ প্রশাসনিক আধিকারিকরা। মানিকচকের গঙ্গা নদীর ঘাটে ইলেকট্রিক চুল্লি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বৃহস্পতিবার সেই জমি পরিদর্শনে যান বিধায়িকা সাবিত্রী মিত্র।
এই নির্মাণ কাজ করার জন্য জমি খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বিধায়িকা।
তিনি জানান, এই ঘাটে দেহ সৎকারের জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। ফলে ইলেকট্রিক চুল্লি তৈরি করা হলে মানুষের আরও সুবিধা হবে।
এ দিন তাঁর সঙ্গে ছিলেন মানিকচক ব্লক বিডিও শ্যামল মন্ডল থানার আইসি পার্থসারথী হালদার সহ-প্রশাসনিক কর্তারা। বিধায়িকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মানিকচকের জনসাধারণ।