অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি স্যানিটাইজ করলো কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম নিজ উদ্যোগে করান স্যানিটাইজেশন। কলকাতা পুরসভার কর্মীরা সৌরভের বাড়িতে যান এবং তাঁর বাড়ি ও আশপাশে ছড়ানো হয় জীবাণুনাশক। সৌরভ আক্রান্ত হলেও তাঁর পরিবারের আর কেউ আক্রান্ত হননি বলে খবর। তবে কোনও রকমের ঝুঁকি নিতে চায়নি পুরসভা। যাতে সৌরভের বাড়ি বা তার আশপাশে কোনও ভাবেই সংক্রমণ না ছড়ায় তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, সৌরভের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক আছে। অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ। রাতে এবং সকালে স্বাভাবিক খাওয়া দাওয়া করেছেন। কাশি না থাকলেও হালকা সর্দি রয়েছে। সর্দি থাকায় মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন চিকিত্সকরা।