দলের নাম প্রকাশ সঞ্জীব গোয়েঙ্কার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবারে আট দলে না দশ দলের হবে আই পিএল। নতুন দল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ আর সিভিসি গ্রুপের আহমেদাবাদ। আর এবারের টুইটারে ক্রিকেটপ্রেমীদের কাছে দলের কী নাম রাখা উচিত, সে ব্যাপারে পরামর্শ চাওয়া হয়েছিল। ৪ জানুয়ারি টুইটারে এক কনটেস্ট চালু করে লখনউ। সেখানে ক্রিকেটপ্রেমীরা লখনউ দলের নাম কী হওয়া উচিত, সে ব্যাপারে তাদের মতামত রাখে। এবং অবশেষে সব নাম দেখার পর চূড়ান্ত হল লখনউ দলের নাম।
দলের নাম প্রকাশ করতে গিয়ে ভিডিও বার্তায় সঞ্জীব গোয়েঙ্কা বলেন, “সকলকে ধন্যবাদ জানাই, নাম বানাও, নাম কামাও কনটেস্টে অভূতপূর্ব সাড়া দেওয়ার জন্য। লক্ষ লক্ষ ভক্তরা এর জন্য পরামর্শ পাঠিয়েছিলেন। যার ভিত্তিতে লখনউ দলটির নামকরণ করা হয়েছে ‘লখনউ সুপার জায়ান্টস’ সকলকে ধন্যবাদ। আপনারা ভবিষ্যতে দলের পাশে থাকবেন এই আশা রাখি।” ২০১৭ সালে আইপিএলে একটি দল কিনেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। সেই দলের নাম ছিল, রাইজিং পুনে সুপার জায়ান্টস। ফলে এটা কিন্তু পরিষ্কার যে, নতুন দলের নামের সঙ্গে পুরনোর মিল রয়েছে। নেটিজ়েনরাও সেই কথা বলছেন।

আরও পড়ুনঃস্কুল খোলার দাবিতে বিক্ষোভ বিজেপি বিধায়কদের

উল্লেখ্য, আসন্ন আইপিএলে লখনউকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। সঞ্জীব গোয়েঙ্কার লখনউ ১৭ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে দলে নিয়েছে।