স্থানীয়

‘ঘুমিয়ে পড়িসনা জেগে থাক,আমরা যে তিস্তা পাড়ের মানুষ’ বিনিদ্র রজনীতে সুকান্ত নগরবাসী

এনএফবি, জলপাইগুড়িঃ

রাতের ঘুম কেড়ে নিয়েছে নদী, আতঙ্কে দিন কাটছে তিস্তা পাড়ের সুকান্ত নগরবাসীর । “বাঁধ ভাঙা অবস্থাতেই আছে, তিস্তার জলস্তর বাড়ছে, এবার ভগবান ভরসায় আছি। ব্যারাজ থেকে জল ছাড়বে তাই আরও বাড়বে জল, এমনিতেই কাজ কর্ম বন্ধ হয়ে গিয়েছে।” ঠিক এমনই ভাবেই বর্তমান পরিস্থিতির বর্ণনা দিলেন তিস্তা পাড়ের সুকান্ত নগরের বাসিন্দা বিমল রায় ।
গতকাল রাতেও বৃষ্টি হয়েছে পাহাড়ে, আজ দুপুরের মধ্যে সেই জল নেমে আসবে সমতলে এটাই আতঙ্ক এখন, কারণ অতিরিক্ত জল আসলে ওদলাবাড়ির তিস্তা ব্যারেজের গেট খুলে দিতে হয়, আর তখনই বিপদ বাড়ে জলপাইগুড়ির তিস্তা পাড়ের মানুষের।

জানা গেছে ,সুকান্ত নগর অঞ্চলের বেশ কিছু কৃষি জমিতে ইতিমধ্যে জমেছে জল, গত কয়েক দিন থেকে রাত জেগে থাকে গ্রামবাসীরা ৷ কারণ একটাই চারিদিকে ভাঙা, দুর্বল নদী বাঁধ,
ঘরের প্রবীণ সদস্য দের সেই ১৯৬৮ সালের ভয়ানক বন্যার স্মৃতি আজও তাড়া করে বেরাচ্ছে ৷ সাবধান বাণী আজও তাদের মুখে , ‘ঘুমিয়ে পরিস না জেগে থাক আমরা যে তিস্তা পাড়ের মানুষ।’

বিমল রায়,স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র
বিমল রায়,স্থানীয় বাসিন্দা ৷ নিজস্ব চিত্র