জেলা

ইভিএম নিয়ে উঠছে প্রশ্ন

এনএফবি, জলপাইগুড়িঃ

জলপাইগুড়ি হাইস্কুলে একটি বুথে ভোট চলা কালীন দুটি নতুন ইভিএম নিয়ে এলো কিছু ৯নং সেক্টারের কর্মীরা। ইভিএম একটি ফাঁকা ঘরের ভেতরে রাখতেই সংবাদ মাধ্যকে দেখে ফের ইভিএম দুটি নিয়ে চলে যায় তারা। কর্মীদের প্রশ্ন করায় সেক্টার অফিসার বিমল দত্ত বলেন, “এইখানে আমাদের সেক্টার অফিস রয়েছে সেকারণেই এখানে ইভিএম রাখা হয়েছে।” এখানেই প্রশ্ন উঠছে, যদি এখানে সেক্টার অফিস থেকে থাকে তাহলে সংবাদ মাধ্যকে দেখে ইভিএম গুলি না রেখে ফের নিয়ে যাওয়া হল কেনো? পাশাপাশি ইভিএমের মতো এত গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আশা হল আবার নিয়ে যাওয়া হল কেন, পুলিশ কর্মীকেও সঙ্গে দেখা গেলনা কেন?

YouTube player