রাজ্য

এখনই খুলছে না স্কুল, আদালতে জানাল রাজ্য সরকার

এনএফবি, কলকাতাঃ

স্কুল খোলা নিয়ে আরও কিছুটা সময় চায় রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। সেখানেই রাজ্য সরকারের তরফে এজি(Advocate General) বলেন, রাজ্য যখন কোনও সিদ্ধান্ত নেয় অনেক ভাবনা চিন্তা করতে হয়। স্কুল খুলতে সরকার আগ্রহী।

এ দিন আদালতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে স্কুল খোলার দাবিতে দায়ের হওয়া চারটি মামলার শুনানি ছিল। সেখানেই রাজ্য সরকারের তরফে এজি বলেন, স্কুল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় প্রয়োজন।

মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, ছাত্রদের মনের গতিবিধি নির্ভর করছে এই স্কুল খোলার উপর। ইতিমধ্যে আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে। এই অবস্থায় স্কুল খোলা অত্যন্ত প্রয়োজন। এ ভাবে কোভিডের অজুহাত দিয়ে স্কুল বন্ধ রাখা চলতে পারে না। দূরতববিধি বজায় রেখে স্কুল খোলা হোক। চিকিৎসকেরাও স্কুল খোলারই পক্ষে বলে বলে আদালতে জানান তিনি।

পাল্টা এজি বলেন, তারাও আগ্রহী স্কুল খোলা নিয়ে। অনলাইন আর সশরীরে পড়াশোনা আলাদা। কিন্তু রাজ্য যখন কোনও সিদ্ধান্ত নেয় অনেক ভাবনা চিন্তা করতে হয়। স্কুল খুলতে গেলে কর্তৃপক্ষ, ননটিচিং স্টাফ, অভিভাবকদের অনুমতি নিতে হবে। পুজোর ছুটির পর স্কুল খুলতে গেলে উল্টে মামলা হয়েছে, কেন স্কুল খোলা হচ্ছে তা নিয়ে। ছোটদের টিকাকরণ শুরু হলেও ১৫ থেকে ১৮ বছর বয়সী এমন ৪৫ লক্ষের বেশি পড়ুয়া আছে যাদের টিকা দিতে হবে। এখনও অবধি ৩৩ লক্ষের কিছু বেশি টিকার প্রথম ডোজ পেয়েছে। জেলা গুলি এক্ষেত্রে অনেকটাই পিছনে।

১৪ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।