শিল্ড চ্যাম্পিয়ন হল রিয়াল কাশ্মীর

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

১২৪ তম আইএফএ শিল্ড জিতে নিল রিয়াল কাশ্মীর। এদিন ইস্টবেঙ্গল মাঠে তারা হায়দ্রাবাদের শ্রীনিধি এফ সি কে হারালো ২-১ ব্যবধানে। ম্যাচের ২৯ মিনিটের মাথায় গিরিক খোসলা পাস বাড়ান ডেভিড মুনোজকে। চকিতে ডানদিকে ঘুরে জোরালো শটে বল জালে জড়িয়ে দেন তিনি। কাশ্মীরের বিরুদ্ধে এগিয়ে যায় শ্রীনিধি। আক্রমন নির্ভর ফুটবল জারি থাকে। জয় যখন একদম দুয়ারে তখন অতিরিক্ত সময়ে ৯২ মিনিটের মাথায় কাশ্মীরের হয়ে গোল করেন মোহনবাগানকে আই লিগ জেতানো ফ্রান গঞ্জালেস। এরপর এক্সট্রা টাইমে রবার্টসনের গোলে জিতে এগিয়ে যায় কাশ্মীরের দলটি। আর ম্যাচে ফিরতে পারে নি শ্রীনিধি। এদিন ইস্টবেঙ্গল মাঠে দর্শক উপচে পড়ে। আর আইএফএ -র ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। রাজ্যের মন্ত্রী সুজিত বসু ও অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন এদিন। ছিলেন অনেক প্রাক্তন ফুটবলারও। সবাই আইএফএ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায় কে প্রশংসায় ভরিয়ে দেন।