এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
ত্রিপুরার বেলোনিয়া শহরে ২০১৮ সালে কমিউনিস্ট নেতা ভ্লাদিমির লেনিনের মূর্তি ভাঙার পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ত্রিপুরার মসনদে তখন বিজেপি শাসিত সরকার। দীর্ঘ বাম জামানার অবসান ঘটেছে তখন ত্রিপুরায়। সেই ঘটনার কড়া ভাষায় নিন্দা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফের ভাঙা হল লেনিনের মূর্তি। তবে এবারে ত্রিপুরায় নয় বাংলায়।
রাতের অন্ধকারে কমিউনিস্ট নেতার মূর্তি ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়। জেলা সম্পাদক সিপিএমের দাপুটে নেতা সুশান্ত ঘোষের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে ভাঙা হয়েছে কমিউনিস্ট নেতা লেনিনের মূর্তি। গড়বেতায় ধীরে ধীরে পায়ের মাটি হালকা হয়ে যাচ্ছে তাই এই ধরনের কর্মকাণ্ড ঘটাচ্ছে বলে সরব হন তিনি। ইতিমধ্যেই তারই প্রতিবাদে সোচ্চার হয়েছে বাম কর্মীরা। এই দিন সকালেই এলাকায় প্রতিবাদ মিছিল করা হয়। যাদের দাবি অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গড়বেতা থানার পুলিশ।