এনএফবি,পূর্ব মেদিনীপুরঃ
সম্প্রতি মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছে নতুন প্রজন্ম। আর এরই জেরে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের একটি গ্রামে মোবাইল গেমের ভয়ঙ্কর পরিণতি নজরে এসেছে। ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েগেছে এলাকায়।
সূত্রের খবর , কিছু নাবালক তাদের বাড়ি থেকে অদূরে একটি ফাঁকা জায়গায় মোবাইল গেম খেলছিল। জুতা দিয়ে দুই শতাধিক বার মারধরের শর্তে মোবাইল গেম খেলা শুরু করে তারা।
এই দিকে, একটি নাবালক মোবাইল গেমে পরাজিত হয়। শর্ত অনুযায়ী তাকে বাকি বন্ধুরা ১৫০ -২০০ বার জুতো দিয়ে আঘাত করে। এই সময় তাদের মধ্যে কেউ একজন এটি ভিডিও করে । ভিডিওটিতে দেখা যাচ্ছে নাবালিকটি আর্তনাদ করেছে তাকে ছেড়ে দেওয়া হোক । কিন্তু কে শোনে কার কথা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছে এলাকাবাসী । যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ ফ্রন্ট বাংলা । বাড়ি ফেরার পর নাবালক অসুস্থ হয়ে পড়ে এবং নাক দিয়ে রক্ত পড়তে থাকে। প্রথমে আহত নাবালককে এগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে আহত নাবালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। মোবাইল গেমের শর্তের কথা আহত নাবালকের অভিভাবক জানার পর নাবালকের পরিবারের সদস্যরা স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানালে অভিযুক্ত নাবালকদের জিজ্ঞাসাবাদের জন্য পটাশপুর থানায় নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য জিজ্ঞাসাবাদ করে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।
তবে পটাশপুরের এই ঘটনাটি প্রমাণ করে যে শিশুদের কাছে এই মোবাইল গেম কতটা ভয়ঙ্কর ভাবে সুস্থ মানসিকতার পরিপন্থী , তাই স্থানীয় লোকজন গ্রামে সচেতনতা তৈরিতে প্রচার শুরু করে। এদিকে এই বিষয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন কোনো মন্তব্য করতে রাজি হননি।