স্থানীয়

জলপাইগুড়ি শহর জুড়ে চুরির হিড়িক

এনএফবি,জলপাইগুড়িঃ

কোথাও পানীয় জলের কল খুলে নিয়ে যাচ্ছে ,আবার কোথাও সন্ধ্যে রাতেই দোকানের সামনে থেকে হাফিশ করে দিচ্ছে আস্ত মোটর সাইকেল। চোরের উপদ্রবে কার্যত দিশেহারা অবস্থা জলপাইগুড়ি শহরের পুর নাগরিকদের।
শনিবার রাতে কোতয়ালি থানার অন্তর্গত শহরের এক নম্বর রেল গুমটির আদর পাড়া মোড়ে গৃহ নির্মাণ সামগ্রীর দোকান স্থানীয় যুবক নিধির সরকারের। রাত নটায় দোকান বন্ধ করার সময় ল্যান্ডফোনে একটি ফোন আসে সেই ফোনে কথা বলে দোকানের বাইরে এসেই দেখেন সামনে রাখা বাইক উধাও।

নিধির সরকার, ক্ষতিগ্রস্ত। নিজস্ব চিত্র

এই প্রসঙ্গে নিধির বাবু জানান, গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া বাইকের সন্ধান পাওয়া যায় নি,তারপর পুলিশের দ্বারস্থ হন তিনি।

বার বার চুরির ঘটনায় নাজেহাল বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও। বাড়ির সীমানার ইঁট, কলের পাইপ রাতারাতি উধাও হয়ে যাচ্ছে৷ কাউন্সিলর মনিন্দ্র নাথ বর্মন এই ঘটনার জন্য দায়ী করেছেন নেশাগ্রস্তদের।তাই সবাইকে এক হয়ে এই নেশার বিরুদ্ধে সোচ্চার হবার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

বিশ্বনাথ বিশ্বাস, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র