স্থানীয়

এ যেন খাপ পঞ্চায়েত! বিতর্ক – অভিযোগ

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

এ যেন খাপ পঞ্চায়েতের প্রতিচ্ছবি। গ্রামে কারো কোনো সমস্যা হলে থানায় যাওয়া চলবে না, জানাতে হবে গ্রাম কমিটিকে। বাড়িতে কোনো মাঙ্গলিক কিম্বা পারলৌকিক কাজ করতে গেলে বসতে হবে গ্রাম কমিটিকে নিয়ে। গ্রামের কোনো ছেলে বিয়ে করে বউ নিয়ে গ্রামে ফিরলে অথবা গ্রামের মেয়ে বাড়ি ছেড়ে চলে গেলে,গ্রাম কমিটির ধার্য চাঁদার নামে জরিমানা দিতে হবে। মহিষাদলের চকদ্বারিবেড়্যা গ্রামে গ্রাম কমিটির এমনই এক গুচ্ছ ফতোয়া ঘিরে শুরু হল বিতর্ক। আর এই ফতোয়া রীতিমতো ছাপিয়ে বিলি করা হয়েছে বাড়ি বাড়ি। এমন কি গ্রামের বাড়ির দেওয়ালেও নোটিশ আকারে সে গুলি লাগিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়ে প্রশ্ন তুলেছেন ওই গ্রামের বাসিন্দাদের একাংশ। তাদের বক্তব্য, গ্রাম্য কমিটির নামে দেওয়া এই ধরনের ফতোয়া আসলে তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। অন্যদিকে এই ফতোয়া লিফলেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, গ্রাম্য কমিটির নামে তৃণমূল নেতারা এই ধরনের লিফলেট বিলি করে পঞ্চায়েত ভোটের আগে গ্রামবাসীদের ভয় দেখিয়ে বসে রাখতে চাইছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।

স্বপন কুমার দাস, বিজেপির পঞ্চায়েত সদস্য।
স্থানীয় তৃণমূল নেতা।