স্থানীয়

শিলিগুড়ি মহকুমার অটল থেকে তক্ষক সহ – ধৃত ৩

এনএফবি, শিলিগুড়িঃ

গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির অটল এলাকায় অভিযান চালায় এসএসএবি। এরপর সেখানে তিনজনকে আটক করে এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তক্ষক। এরপর তক্ষক সহ তিনজনকে বাগডোগরা বনবিভাগের হাতে তুলে দেয় এসএসএবি। পরবর্তীতে তিনজনকে গ্রেফতার করে বাগডোগরা বনবিভাগ ৷ ধৃতদের নাম মোনাফ আলি (৩৬),জাহির উদ্দিন (৫৬), ইউনিস আলি (৫৭)। এদের মধ্যে প্রথম দুজন আসামের বাসিন্দা। অপরজন ইউনিস জলপাইগুড়ি জেলার শালুগড়ার বাসিন্দা।

নিজস্ব চিত্র

বনবিভাগ সূত্রে জানা গিয়েছে যে, ধৃতের কাছ থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে। তক্ষকগুলি নেপালে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল । শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

ধৃত ৷ নিজস্ব চিত্র