এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
পেট্রোল,ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সহ কেন্দ্রীয় সরকারের নানা জনস্বার্থবিরোধী কাজের বিরুদ্ধে পথে নামল মেদিনীপুর শহর মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে শহরের বিদ্যাসাগর হল থেকে মিছিল বের হয়ে রিং রোড পরিক্রমা করে আবার বিদ্যাসাগর হলে শেষ হয় এই প্রতিবাদ কর্মসূচি।
শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায়ের উদ্যোগে বিধায়িকা জুন মালিয়ার নেতৃত্বে পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, সত্য পড়িয়া, সুসময় মুখার্জি, অন্যান্য কাউন্সিলরগন সহ প্রায় তিন হাজার মহিলা তৃণমূল কংগ্রেসের সমর্থক বৃন্দর উপস্থিতিতে এই মিছিল সংগঠিত হয়। এই দিন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া বলেন, যেভাবে পেট্রোলের মূল্যবৃদ্ধি হয়েছে তাতে বহু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে,এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা ভেবেই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি।