এনএফবি, বালুরঘাটঃ
ভোট শেষ হতেই শহরের দৃশ্য দূষণ দূর করে সৌন্দর্য্যায়ন বজায় রাখার লক্ষ্যে বালুরঘাট শহরে উদ্যোগ নিল তৃণমূলের এক প্রার্থী নেতা ।
বালুরঘাট শহরের পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন বালুরঘাট শহর যুব তৃণমূলের নেতা মহেশ পারেখ। আজ সকাল হতেই তার এলাকার ও শহরের অনান্য এলাকার রাজনৈতিক ভোট প্রচারের অঙ্গ হিসেবে থাকা ফ্ল্যাগ ফেস্টুন সরিয়ে নিয়ে শহরের আগের সৌন্দর্য্য ফিরিয়ে দেওয়ার কাজে ঝাঁপিয়ে পড়েন। তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে তার নিজের এলাকা তো বটেই পাশাপাশি শহরের অন্য সব এলাকার এই দৃশ্য দূষণে মোড়া দলের দেওয়াল লিখন মোছামুছি ও দলীয় পতাকা ফেস্টুন দিয়ে সাজানো রাস্তার ধারে থাকা প্রার্থীর ভোট প্রচারের সামগ্রী খুলতে উদ্যোগী হন ।
যা দেখে শহরের বাসিন্দাদের অনেকেই তাকে বাহবা দেওয়ার পাশাপাশি আশা প্রকাশ করেছেন যে শাসক দলের প্রার্থীর এই কাজ দেখে অনান্য রাজনৈতিক দল গুলির প্রার্থীরাও তাদের নিজ নিজ এলাকায় থাকা ভোট প্রচারের দেওয়াল লিখন ও প্রচার সামগ্রী সরিয়ে নিয়ে শহরের সৌন্দর্য্যায়ন যথা সম্ভব দ্রুত ফিরিয়ে দেওয়ার কাজে হাত লাগাবেন। তাহলেই বালুরঘাট শহর তার হারিয়ে যাওয়া সৌন্দর্য্য ফিরে পাবে।
যদিও ১৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা যুব তৃণমূল নেতা মহেশ পারেখ জানিয়েছেন, তিনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভোট শেষ হলেই শহরের সৌন্দর্য্যায়ন দ্রুত ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। সেই কারণেই আজ সকাল থেকে নিজেকে সেই কাজে নিয়োজিত করেছেন ৷