রাজ্য

হিলি স্থলবন্দরে গম রপ্তানি বন্ধ থাকায় সমস্যায় ব্যবসায়ীরা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

হিলি স্থলবন্দর দিয়ে গম রপ্তানি দীর্ঘ এক মাস ধরে বন্ধ আছে। যার কারণে রাস্তার দু’পাশে গম বোঝাই লরি দীর্ঘ দিন ধরে দাড়িয়ে আছে। প্রায় ১১০০ থেকে ১২০০ টি লরি দাঁড়িয়ে আছে । এই অবস্থায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়িক সহ লরির চালকদের।

এ বিষয়ে হিলি এক্সপোর্ট অ্যাসোসিয়েশন-র ভারপ্রাপ্ত সভাপতি আলা মন্ডল জানান, “সরকারের নির্দেশ না থাকায় গম বোঝাই লরি বাংলাদেশ এক্সপোর্ট করা যাচ্ছে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। যাতে দ্রুত সমস্যার সমাধান হয়।” পাশাপাশি তিনি আশঙ্কা করেন, যদি ভারতবর্ষ থেকে গম বাংলাদেশে না যায় তাহলে বাংলাদেশ অন্য কোন দেশ থেকে গম আমদানি করবে।

নিজস্ব চিত্র

এর ফলে ভারতীয় বাজারে গমের মূল্য অনেকটাই কমে যাবে, সরাসরি ক্ষতিগ্রস্ত হবে গম চাষীরা।এছাড়া কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুঘলকী সিদ্ধান্তের অভিযোগ আনেন। এবং এই সিদ্ধান্তকে বিবেচনা করে দ্রুত গম রপ্তানির আদেশ প্রদানের কথাও বলেছেন।