জেলাফিচার

দ্বিতীয় দফার প্রশিক্ষণ শুরু

এনএফবি, কোচবিহারঃ

দ্বিতীয় দফায় বিএসএফের শিবিরে প্রশিক্ষণ শুরু হল। ফলে উৎসাহিত সীমান্তের যুবক-যুবতীরা।

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অপরাধ কমাতে ও কর্মসংস্থান বাড়াতে যুবক-যুবতীদের সরকারি চাকরির প্রশিক্ষণ শুরু করেছিল বিএসএফ জোয়ানরা। দীর্ঘ দেড় বছর আগে মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি সীমান্তের বিএসএফের ৪০ নম্বর ব্যাটালিয়নের কুচলিবাড়ি ও বিআরকে বাড়ি আউট পোস্টে শতাধিক যুবক যুবতী ট্রেনিং শুরু করে। শেষ পর্যন্ত ৫০ জন ট্রেনিং শেষ করে। তাদের মধ্যে বিভিন্ন সরকারি চাকরিতে সাফল্য পেয়েছে ১১ জন। এদের মধ্যে বিএসএফেই চাকরি পেয়েছে ৬ জন।

জানা গেছে, বুধবার সেই সাফল্য থেকেই উৎসাহিত হয়ে ফের দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ শিবির শুরু হতে চলেছে।

YouTube player

জানা গেছে, যারা প্রথমে ট্রেনিং নিয়েছে তারা সফল হয়েছে। তারই জেরে ফের দ্বিতীয় পর্যায়ের ট্রেনিং শুরু হওয়ায় প্রচুর যুবক যুবতী উৎসাহের সঙ্গে যোগ দিতে এসেছেন।

এই শিবিরের উদ্বোধন করেন বিএসএফের উত্তরবঙ্গের আইজি অজয় সিং। এছাড়াও এ দিন উপস্থিত ছিলেন ৪০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট ভিকে কাসান-সহ একাধিক বিএসএফ আধিকারিক।

এ দিন বিএসএফের উত্তরবঙ্গের আইজি অজয় সিং জানান, এবার চাকরির প্রশিক্ষণের পাশাপাশি সীমান্তের যুবক যুবতীদের কর্মসংস্থান বাড়াতে কম্পিউটার ও ইলেকট্রিশিয়ানের প্রশিক্ষণ দেওয়া হবে।