স্থানীয়

এলাকা দখল নিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বোমাবাজি, চাঞ্চল্য

এনএফবি, মুর্শিদাবাদঃ

ফের এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজিতে উত্তপ্ত রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা অঞ্চলের লালখান্দিয়ার এলাকা ।

জানাযায়, রঘুনাথগঞ্জ থানার সেকেন্দ্রা অঞ্চলে এলাকা দখল কে নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বোমাবাজি। সেকেন্দ্রা অঞ্চলে তৃণমূলের সভাপতি মতিউর রহমানের গোষ্ঠীর সঙ্গে ইলিয়াস চৌধুরী নামে তৃণমূলের অপর গোষ্ঠীর দখল নিয়ে বোমাবাজি হয়।ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী । গতকালও সেকেন্দ্রা অঞ্চলের খেজিরতলা এলাকায় এলাকা দখল নিয়ে বোমাবাজিতে দুজন আহত হয়।পরপর বোমাবিজেতে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।

নিজস্ব চিত্র