ব্যাগ বিতর্কে ইঙ্গিতপূর্ণ প্রত্যুত্তর তৃণমূল সাংসদ মহুয়ার

এনএফবি,ওয়েব ডেস্কঃ

সম্প্রতি লোকসভার অধিবেশন চলাকালীন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বহুমূল্যের ব্যাগ লোকানো নিয়ে একটি ভিডিও ভাইরাল হয় ৷

যখন লোকসভা অধিবেশনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণের জন্য কাঁচা বেগুনে কামড় দিয়ে ভাষণ দিচ্ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, সেই সময় তাঁর পাশেই বসেছিলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আর কাকলি ঘোষ দস্তিদারের ভাষণের একটি নির্দিষ্ট অংশ টুইটারে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। মুহুর্তে ভাইরালও হয়ে যায় সেই ভিডিয়ো। সেই ভিডিয়োতেই দেখা গিয়েছে, ভারতের মূল্য বৃদ্ধির প্রসঙ্গ তুলতেই পাশে রাখা একটি হ্যান্ডব্যাগ বেঞ্চের তলায় ঢুকিয়ে দিচ্ছেন মহুয়া মৈত্র। এরপর থেকেই সেই ভিডিও নিয়ে আলোড়ন তৈরি হয় ৷ মূল্যবৃদ্ধি নিয়ে ভাষণের মধ্যেই কেন মহুয়া ব্যাগ সরিয়ে নিয়ে ছিলেন। নেটিজ়েনদের একাংশ সেই নিয়ে কাটাছেঁড়াও শুরু করে দিয়েছিল । নেটিজ়েনদের দাবি, Louis Vuitton-র সেই ব্যাগের মূল্য প্রায় ২ লক্ষ টাকার কাছাকাছি। এক টুইটার ব্যবহারকারী ভিডিয়ো থেকে ব্যাগ সরানোর স্ক্রিনশট পরপর পোস্ট করে লিখেছিলেন, ‘মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্কের সময় ২ লক্ষ টাকার Louis Vuitton-র ব্যাগ লুকিয়ে রাখছেন মহুয়া মৈত্র।’ আরেকজন লেখেন, ‘যেই মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উঠেছে, কেউ একজন তাড়াতাড়ি Louis Vuitton-র ব্যাগ বেঞ্চের নীচে ঢুকিয়ে দিলেন।’

এদিকে এই নিয়ে বিস্তর জলঘোলার পর টুইটারে এ প্রসঙ্গে প্রথম মন্তব্য করেছিলেন মহুয়া মৈত্র। টুইটারে নিজের কিছু ছবিও পোস্ট করেছিলেন তিনি। সেই প্রত্যেকটি ছবিতেই তাঁকে বিভিন্ন সময়ে Louis Vuitton-র ব্যাগ হাতে দেখা গিয়েছে। সেই ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘২০১৯ থেকেই তিনি সংসদে ঝোলেওয়ালা ফকির। ঝোলা নিয়ে এসেছি…ঝোলা নিয়ে চলে যাব…।’

সেই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এখনও টুইটারে মহুয়া মৈত্র্য কে আক্রমণ জারি রয়েছে ৷ গতকাল রোহন দুয়া বিষয়টি নিয়ে ফের টুইট করলে মহুয়া মৈত্রও তাকে পাল্টা জবাব দিতে ছাড়েননি ৷ তার পাঞ্চ ব্যাক টুইটে তৃণমূল নেত্রী শুধু তার ব্যাগের কথাই উল্লেখ করেননি ৷ তিনি যে গাড়িতে ছিলেন তার সমর্থনেও জবাব দিয়েছেন ৷ গাড়িটি ছিল একটি জি- ওয়াগন যার নম্বর প্লেট ছিল অন্ধ্রপ্রদেশের এবং গাড়িটির মালিক অন্ধ্রপ্রদেশের এক সাংসদের, যার সঙ্গে তিনি প্রায়শই যাতায়াত করেন বলে তিনি টুইটে উল্লেখ করে দেন ৷