বাঙালি মেয়ের সন্তানকে জালে তুলতে মরিয়া দুই প্রধান

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দেশের দল বদলের মরশুম চলছে, বিভিন্ন ফুটবলার বিভিন্ন ক্লাবে যাচ্ছে। বাংলার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগানও পিছিয়ে নেই দলগঠনে। ওয়েলসের জাতীয় দলের প্রাক্তন তারকা এবং গ্যারেথ বেলের সতীর্থ নিল টেলর’কে দলে নিতে মরিয়া ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
সূত্রের খবর নিলের এজেন্টের সঙ্গে দুই পক্ষেরই কথা হয়েছে এবং দুই ক্লাবই বেশ আকর্ষণীয় অফার দিয়েছে। ৩৩ বছর বয়সী এই ফুটবলার খেলেছেন ইংলিশ ফুটবলের দুই বড় ক্লাব সোয়ান্সি সিটি এবং অ্যাস্টন ভিলার হয়ে। ২০১০ -১৭পর্যন্ত সোয়ান্সের হয়ে খেলেন নিল। ২০১৭ সালে তিনি যোগ দেন অ্যাস্টন ভিলা-এ। সেখানে কাটিয়েছে ২০২১ পর্যন্ত। ২০২১-২২ মরশুমে তিনি খেলেছেন মিডলসবর্গের হয়ে। ২০১০ সালে ওয়েলস-এর জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় নিল টলরের। ২০১৯ সালে অবসর ঘোষণা করেন তিনি। ২০১৬ ইউরো কাপের ওয়েলসের দলের সদস্য ছিলেন টেলর।

কলকাতার দুই ক্লাবে নিল আসতে পারেন, কারণ হলো শিবানী চক্রবর্তী বাংলার মেয়ে । বাবা ওয়েলসের নাগরিক হলেও কলকাতার বাঙালিয়ানার সঙ্গে ছোট থেকে পরিচিত নিল। বাংলায় কথাও বলতে পারেন। মায়ের থেকে শিখেছেন সমস্তটা। এখন দেখার শেষ পর্যন্ত কলকাতায় এলে সবুজ-মেরুন নাকি লাল-হলুদ কোন জার্সি গায়ে তোলেন তিনি । সেটা দেখতে মরিয়া দুই দলের সমর্থকরা ।

ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণ চলে যাওয়ায় আগামী মরশুমে বেশ সমস্যা সৃষ্টি হয়েছে সবুজ মেরুন ব্রিগেডে আপাতত তারা শক্তিশালী কোনো নামি ফুটবলারকে জালে তুলতে পারেনি। অক্টোবর মাসে আইএসএল শুরুর আগে সেপ্টেম্বর মাসে এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে নামতে হবে গঙ্গাপাড়ের ক্লাবকে। তার আগে দল গুছিয়ে নিতে মরিয়া এটিকে মোহনবাগান। অমরিন্দর সিংকে মুম্বই সিটি এফসি থেকে নিয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তাঁর পারফরমেন্সে খুব একটা খুশি নয় সবুজ-মেরুন শিবির। গত মরশুমে অমরিন্দর সিং, এটিকে মোহনবাগানের যোগ দেন। নিয়মিত প্রথম একাদশে খেলেন। তবে বেশ কয়েকবার তাঁর ভুল গোলকিপিং এর জন্য ডুবতে হয়েছে এটিকে মোহনবাগানকে। তাঁর জায়গায় অন্য কোনো গোলককিপার খুঁজছে টিম জুয়ান। অন্যদিকে এফসি গোয়া থেকে ফের একবার ভারতীয় দলের ফুটবলার গ্লেন মার্টিন্সকে সই করাতে চাইছে এটিকে মোহনবাগান। যদিও এই ব্যাপারে এখনও চূড়ান্ত কিছু বলার সময় আসেনি। গ্লেনকে এর আগেও এফসি গোয়া থেকে লোনে নিয়েছিল তারা। তবে গত মরশুমে এফসি গোয়াতেই খেলেছেন এই মিডফিল্ডার। ফের একবার এই ডিফেন্সিভ প্রস্তাব দিয়েছে এটিকে মোহনবাগান। সবমিলিয়ে আগামীতে নিজেদের শক্তিশালী দল মেলে ধরতে বদ্ধপরিকর গঙ্গাপাড়ের ক্লাব লাল হলুদ।

ইস্টবেঙ্গল ক্লাবের দলগঠন শুরু হয়েছে শুধুমাত্র কলকাতা লিগ এবং ডুরান্ড কাপের জন্যই। কারণ আইএসএল খেলার ইনভেস্টর হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ইমামি গোষ্ঠীকে এনে দিলেও তাঁদের সঙ্গে ক্লাব কর্তারা চুক্তির বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অবধি নিতে পারেনি। সেই কারণে দলগঠন কিছুটা হলেও বিলম্বিত হচ্ছে।