বাবার হাতে খুন দুই সন্তান, অভিযোগ

এনএফবি,মুর্শিদাবাদঃ

বেলডাঙায় বাবার হাতে খুন হয় দুই সন্তান, বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রে বেলডাঙা থানার পুলিন্দা এলাকায়। অভিযুক্ত বাবা খোদাবক্স পলাতক বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে খবর পারিবারিক অশান্তির জেরে দীর্ঘদিন ধরে স্বামী ও স্ত্রী দুজনেই আলাদা থাকেন। সন্তান খুনে অভিযুক্ত খোদাবক্স তার এক পুত্র সন্তান ও এক কন্যা সন্তানকে নিয়ে একাই নিজের বাড়িতেই থাকতেন। বুধবার রাত্রে তার দুই সন্তানকে সে নিজেই শ্বাসরোধ করে খুন করেছে বলে জানান স্থানীয়রা। খুন করার পরেই অভিযুক্ত বাবা খোদাবক্স পলাতক বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলডাঙা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিজস্ব চিত্র