এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ
ডাম্পারের ধাক্কায় এক শিশু সহ এক মহিলার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার হাঁসগেড়িয়া এলাকায় ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা ৷
জানা গেছে ,এলাকাবাসীদের অভিযোগ রাস্তায় তোলাবাজির কারণে এই ঘটনা ঘটেছে ৷ রবিবার দুপুর নাগাদ মেচেদা-হলদিয়াগামী ৪১ নম্বর জাতীয় সড়কের হাঁসগেড়িয়া এলাকায় ডাম্পারটি এক পথচারীকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর ৷ এরপর আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক ৷ আহত দুই জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক ৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা ৷ এলাকাবাসীদের অভিযোগ রাস্তায় তোলাবাজি করেছিল পুলিশ, সেই সময় ডাম্পারটিকে আটকে টাকা নিতে গেলে পুলিশের তাড়ায় ডাম্পারটি নিয়ন্ত্রণ হারায় , তার ফলে এই দুর্ঘটনাটি ঘটে ৷
তবে ওই মৃত শিশু ও মহিলার নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।