এনএফবি,মুর্শিদাবাদঃ
সোমবার সকালে জঙ্গিপুর বাস টার্মিনাস মোড়ে মোবাইল চোর সন্দেহে দুই যুবককে ল্যম্প পোস্টে বেঁধে পেটালো জনতা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
অভিযোগ ওই দুই যুবক যাত্রী সেজে একটি টোটো গাড়িতে চাপে। তারপর অপর আর এক যাত্রীর পকেট থেকে মোবাইল চুরি করে বলে অভিযোগ। সেই যাত্রী বিষয়টি লক্ষ্য করার পরই পাশের দুই যাত্রীর প্রতি সন্দেহ হয়। তারপর টোটো থেকে তাদের নামিয়ে বাসস্ট্যান্ডে ইলেক্ট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধর করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । পুলিশ অভিযুক্তদের আটক করে নিয়ে যায় বলে জানা গেছে ।