বাচ্চাদের পটি মোছার কাজে ব্যবহার হয়- তৃণমূল মুখপাত্র নিয়ে কটাক্ষ সুকান্তের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

সম্প্রতি তৃণমূল মুখপাত্র প্রকাশিত এক প্রতিবেদনে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিয়ে তীব্র কটাক্ষের সুরে বলা হয়েছে যে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাসানির পথে হেঁটে তিনি বুঝিয়ে দিয়েছেন আসলে তিনি কেন্দ্রের এজেন্ডা বাস্তবায়িত করতে এসেছেন। রাজ্যপালের প্রতি শাসকদলের এহেন মন্তব্যে বেজায় ক্ষুব্ধ রাজ্য বিজেপি নেতৃত্ব, কাঁথির মারিশদায় গ্রামীণ জনসংযোগ কর্মসূচিতে এসে রাজ্যপালের প্রতি তৃণমূলের তোলা অভিযোগ এবং তৃণমূল মুখপাত্রকে লক্ষ্য করে তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার তৃণমূল মুখপাত্রের নাম করে বলেন, বর্তমানে এই সংবাদপত্র বাচ্চাদের পটি মোছার কাজে ব্যবহার করা হয়। রাজ্যপাল একটি সংবিধানের রাস্তা শ্রদ্ধেয় জগদীপ ধনখড় সে রাস্তায় চলেছিলেন এবং সিভি আনন্দ বোসও সেই রাস্তাতেই চলছেন, তৃণমূল মুখপাত্র যেটা বলছে সে বিষয়ে বলি -ওটা এখন বাচ্চাদের পটি মোছার কাজ ছাড়া অন্য কাজে ব্যবহার করা হয় না ।
গত ৩ ডিসেম্বর কাঁথিতে অভিষেক ব্যানার্জি সভা করতে এসে একটি গ্রামে প্রবেশ করেছিল ওটা ছিল স্টান্টবাজি, আমরা এখানে প্রত্যেকটি গ্রামে গ্রামে যাব মানুষদের সাথে কথা বলবো। মুর্শিদাবাদে আজ ভোট সুকান্ত মজুমদারের অভিযোগ গতকাল রাত থেকেই মুর্শিদাবাদে তৃণমূলের তাণ্ডব চলছে। বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছে আমাদের ছেলেরা তাকে ঘিরে ধরেছিল পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেছে।

চাকরি দুর্নীতি কান্ডে সদ্য উঠে আসা হৈমন্তীকে নিয়ে সুকান্ত মজুমদার বলেন আসল রহস্য চাপা দিতেই অর্পিতা হৈমন্তীর মত সুন্দর সুন্দর মহিলাদেরকে প্রকাশ্যে নিয়ে আসা হচ্ছে, যাতে চাপা পড়ে যায়। তবে তা আর হবেনা, খুব দ্রুত কালীঘাটের কাকু এবং ভাইপোর বাড়িতে সিবিআই হানা দেবে।

কাঁথি সাংগঠনিক জেলার মারিশদাতে বিজেপির গ্রামীণ জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহন করে এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার।