এনএফবি,মুর্শিদাবাদঃ
আজ উৎকর্ষ বাংলা কর্মসূচিতে বিভিন্ন বিষয়ে এক ট্রেনিং এর আয়োজন করা হয়। বহরমপুরের এসডিও বলেন, “রাজ্য সরকারের উন্নয়নের ১১ বছর, তাঁর সঙ্গে সঙ্গতি রেখে আজকের উৎকর্ষ বাংলার এই কর্মসূচি। যারা সুযোগ পেয়েছেন ভালো মতো ট্রেনিং নেবেন কারণ জানবেন কাজ করতে হবে কাজ না করলে আপনার কোন মূল্য নাই। আমিও এই চেয়ারে কাজ করতে এসেছি আপনারাও যারা সুযোগ পেয়েছেন তারা ভালোমতো ট্রেনার দের কাছ থেকে ট্রেনিং নিয়ে পারদর্শী হয়ে আপনাদের জীবনকে কাজের মাধ্যমে উন্নতি করে তুলবেন ।এখানে বিভিন্ন বিষয়ে পারদর্শী গণ এই ট্রেনিং প্রোগ্রামে তারা ট্রেনিং দিচ্ছেন এখানে এমআইটি এবং আইটিআই কলেজের প্রিন্সিপাল উপস্থিত আছেন।”
আজকে উৎকর্ষ বাংলা কর্মসূচিতে একটা সেমিনার ডিসকাশন এবং মহিলাদের একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে। তিনি বলেন বহরমপুর ব্লকের মাটির কাজের উপরে ইউনিট আছে। বহরমপুর ব্লকের যে ছোট ছোট উদ্যোগগুলি আছে সেগুলি আজ এখানে প্রজেক্ট করা হয়েছে বলে বি ডি ও জানায়। তিনি জানান, এখানে দশের অধিক সেন্টার আছে ভবিষ্যতে প্রয়োজন অনুসারে আরও সেন্টার বাড়ানো হবে। এই সেমিনারে মৃৎশিল্পী হাতেনাতে ঘট,কাপ সহ মাটির জিনিসপত্র তৈরি করা দেখাচ্ছেন।