এনএফবি, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি জয়ন্তী পাড়া এলাকার বাসিন্দা রতন চক্রবর্তী,পেশায় গ্যাস সরবরাহ অফিসেকর্মী প্রথম দুটি ডোজে কো ভ্যাকসিনের টিকা নেন ৷ এবার তিনি জলপাইগুড়ি ফার্মেসি কলেজে প্রিকশন বা তৃতীয় ডোজ নিতে গেলে সেখানকার স্বাস্থ্য কর্মীরা তাকে কো ভ্যাকসিনের বদলে কোভিশিল্ডের টিকা দিয়ে দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এদিন টিকা নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সেখানে ফেলে চলে যায় স্বাস্থ্য কর্মীরা। পরে তার ছেলে এসে তাকে নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে নিয়ে গেলে আধিকারিক মিটিং এ ব্যস্ত থাকায় তার সাথেও দেখা করা যায়নি ।
এই ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার বলেন আমি কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পুরো ঘটনার তদন্ত করা হবে বলে তিনি জানান ৷