বাবরকে ধন্যবাদ বিরাটের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

বিরাট কোহলিকে নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন সকলে। এমন সময়েই বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিরাট কোহলি যে কতটা বড় মাপের ক্রিকেটার সেই কথাই লিখেছিলেন তিনি। এমন পরস্থিতিতে যেকোনও ক্রিকেটারই পড়তে পারেন বলেও মনে করছেন তিনি। সেই জায়গা থেকে বিরাট কোহলি ফিরে আসতে পারবেন বলেও আশার কথা প্রকাশ করেছিলেন বাবর আজম।

এমন পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেটার বাবর আজমকে পাশে পেয়ে খুশি বিরাট কোহলি। সোশ্যাল সাইটেই বিরাট কোহলি তাঁকে ধন্যবাদও জানিয়েছেন। বিরাট কোহলি লিখেছেন,” ধন্যবাদ। তুমি এরকমভাবেই এগিয়ে চলো এবং সাফল্য পাও। আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল।”

কয়েকদিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিন ও টি টোয়েন্টি সিরিজে নামবে ভারতীয় দল। সেখানে অবশ্য বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা নিয়েও নানারকম কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলির বিশ্রামের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে অনেকে। এই বিশ্রাম থেকে ফেরার পর বিরাট কোহলি ফের আবার নিজের পুরনো ফর্মে ফিরতে পারেন কিনা সেটাই এখন দেখার।