অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এবার ডেভিড ওয়ার্নারকে নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন দিল্লি ডেয়ারডেভিলসের প্রাক্তন অধিনায়ক বীরেন্দ্র সেহওয়াগ। এক সাক্ষাৎকারে বীরু জানালেন,”আমি কয়েক জন ক্রিকেটারের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলাম। তার মধ্যে এক জন ছিল ওয়ার্নার। কারণ শুরুর দিকে ও অনুশীলন বা খেলার থেকে বেশি পার্টি করত। কয়েক জন ক্রিকেটারের সঙ্গে ওর ঝগড়াও হয়েছিল। কয়েকটি ম্যাচের জন্য ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে এ ভাবে শিক্ষা দিতে হত। ওয়ার্নার নতুন ছিল। তাই ওকে এটা বোঝানো দরকার ছিল যে দল সবাইকে নিয়ে হয়। অনেকেই ভাল খেলার চেষ্টা করে। কোনও এক জনের জন্য সেই পরিবেশ নষ্ট হোক, সেটা আমরা চাইনি। তাই ওকে দলের বাইরে রেখেছিলাম।’’
২০০৯ সালে দিল্লি দলে যোগ দেন ওয়ার্নার। ২০১৩ সাল পর্যন্ত সেখানে থাকার পরে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন। সেখানে আট বছর কাটানোর পরে এ বারের নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ফের অস্ট্রেলিয়ার ক্রিকেটারকে কেনে দিল্লি ।