চরম আর্থিক সংকটে বিধবা মহিলা,প্রশাসনের পাশে থাকার আশ্বাস

এনএফবি, আলিপুরদুয়ারঃ

চরম আর্থিক সংকটে দিন কাটছে ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ডালিমপুর এলাকার বিধবা মহিলা শক্তি দাসের। প্রতিবন্ধী একটি মেয়ে ও এক ছেলেকে নিয়ে বিপাকে পড়েছেন তিনি।অন্যের বাড়িতে হাজিরা করে কোনো রকমে দিন গুজরান। আয় বলতে নিজের বিধবা ভাতা ও মেয়ের প্রতিবন্ধী ভাতা। সেটাও সঠিক সময়ে মেলে না বলে অভিযোগ। একশো দিনের কাজ করলেও সেই টাকাও সঠিক সময়ে পান না।এদিকে একশো দিনের কাজ করলে দৈনিক মজুরিতে যেতে পারেন না বলে জানান শক্তি দেবী। ফলে চরম আর্থিক সংকটে কোনো ভাবে ছেলে মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন তিনি।

পঞ্চায়েত প্রধান সমরেশ পাল ৷ নিজস্ব চিত্র

তার সংসারে রোজগার করার কেউ নেই, ফলে নিজের ও দুই সন্তানের ভরণ পোষণ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে ।এমনি অবস্থায় সরকারি সুযোগ সুবিধার আশায় দিন গুনছেন শক্তি দেবী।এই প্রসঙ্গে জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমরেশ পাল জানান, গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পাশে অবশ্যই দাঁড়াবেন তিনি। নিয়মিত ভাতা যেন পায় সেই দিকটি দেখার আশ্বাস দেন এবং সমস্ত রকম সহযোগিতা করার কথা জানান তিনি।