জাতীয় পাওয়ার লিফটিং কম্পিটিশনে স্বর্ণপদক জয়ী জলপাইগুড়ির সুভার্থী

এনএফবি,জলপাইগুড়িঃ

জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জিতে এশিয়ান পাওয়ার লিফটিং কম্পিটিশনে অংশ নেওয়ার পথ প্রশস্ত করলো সুভার্থী মাহাতো।

জলপাইগুড়ি শহর আজ থেকে নয়, জন্মলগ্ন থেকেই এই ঐতিহ্যবাহী শহর থেকে দেশ এবং আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে এমন তালিকা অনেকটাই দীর্ঘ। এবার জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় ৬৯ কেজি বিভাগে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করে জলপাইগুড়ি শহরের কৃতীদের তালিকাকে আরও দীর্ঘ করে তুললো সুভার্থী মাহাতো। নিজের এই সাফল্যের ব্যাপারে বলতে গিয়ে এই জাতীয় ক্রীড়াবিদ বলেন, “এই বিভাগে স্বর্ণপদক পাওয়ার জন্য আগামীতে এশিয়ান পাওয়ার লিফটিং কম্পিটিশনে সুযোগ পাওয়ার পথ অনেকটাই প্রশস্ত হলো। আমি চাই আগামীতে দেশের হয়ে আরও সম্মান এবং পদক জিতে ইতিমধ্যে জলপাইগুড়ি শহরের এই কৃতী ক্রীড়াবিদকে তার সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও শুরু হয়েছে।

সরস্বতী মাহাতো।

অপরদিকে সুভার্থীর এই সাফল্যের পেছনে যার অসীম আশীর্বাদ তিনি মেয়ের এই প্রাপ্তিতে যেমন খুশি তেমন তার পাশাপাশি মেয়ে আরও বড় ক্রীড়াবিদ হয়ে দেশ এবং দশের সম্মান বৃদ্ধি করবে ,এমন প্রার্থনাই করছেন ঈশ্বরের কাছে।