এনএফবি, কোচবিহারঃ
দিনহাটায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ১৩ জন জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেন দিনহাটা বিধানসভার বিধায়ক উদয়ন গুহ। এদিন বেলা ১ টা নাগাদ দিনহাটা অলোক নন্দী ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের জেলা নেতৃত্ব থেকে বিরোধী সকলের প্রতি ক্ষোভ উগড়ে দেন তিনি।
এদিন উদয়ন গুহ বলেন, “যদি প্রমাণ করা যেতে পারে দিনহাটায় পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় কোনভাবে গণতন্ত্রকে ক্ষুণ্ন করেছে, তবে আগামীকাল পর্যন্ত সময় রয়েছে, বিজয়ী প্রার্থীরা পদত্যাগ দিয়ে পুনরায় নির্বাচনের জন্য যেতে পারে।” যারা প্রার্থী পদ প্রত্যাহার করছেন, তারা স্বেচ্ছায় প্রার্থী পদ প্রত্যাহার করছেন বলে দাবি বিধায়কের।
দিনহাটা পুরসভার ১৬ টির মধ্যে ১৩ টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় লাভ করে নির্বাচনের আগেই পুরসভাকে নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেস। আর তাই নিয়ে বিরোধীদের কটাক্ষ মাথাচাড়া দিয়েছে।