জেলা

গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে প্রার্থী পদ প্রত্যাহার তৃণমূলের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক পুরসভার নাম বদলে তাম্রলিপ্ত পুরসভা করেছে রাজ্য সরকার। এই প্রথম পুরভোটে তমলুক নামটির পরিবর্তে তাম্রলিপ্ত পুরসভা হিসাবে পরিচালিত হচ্ছে। এই পুরভোটে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এবারে মনোনয়ন পত্র প্রত্যাহার করল তৃণমূল কংগ্রেসের দুই নেতা। জানা গিয়েছে তাম্রলিপ্ত পুরভোটে ১০ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থসারথি মাইতি। আবার সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলার রঞ্জিতা জানা ও কুশধ্বজ জানা নির্দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের টিকিট না মেলায় তারা নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের তরফ থেকে তাঁদের নিয়ে বৈঠক করেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র। বৈঠকে তাঁরা দুজনে প্রতিশ্রুতি দেয় যে তাঁরা মনোনয়ন পত্র প্রত্যাহার করবে। তমলুকে পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কর্মীসভায় উপস্থিত হয়ে সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র এমনই বক্তব্য পেশ করেন।

আরও পড়ুনঃ কংগ্রেসের দেওয়াল লিখনে বাধা, তুলি ধরলেন অধীর