এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
প্রতিবছরের মতো এবারো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের হোসেনপুর এলাকার চকবাকর গ্রামে শুরু হলো চঞ্চলা মায়ের পুজো। এই পুজো উপলক্ষে বসেছে তিন দিন ব্যাপী বিরাট মেলা। জানা যায় প্রায় ৩০০ বছর আগে এই এলাকা গভীর জঙ্গলে পরিপূর্ণ ছিল। সেই সময় এলাকার বাসিন্দা কেরানু বর্মণ নামে এক ব্যক্তি প্রথম মায়ের দর্শন পান। এবং মায়ের পুজো শুরু করেন। কালক্রমে সেই পুজো জনসাধারণের পুজোয় পরিণত হয়। মা এখানে অষ্টভূজা। প্রতি বছর দোল পূর্ণিমার পরের দিন মায়ের পুজো অনুষ্ঠিত হয়। অষ্টভূজা দেবী এখানে শাক্ত মতে পূজিত হন বলে, বলি প্রথাও রয়েছে। প্রতিবছর শতাধিক পাঁঠা বলি হয় এই মায়ের দরবারে। গত দু’বছর করোনার সংকটের কারণে এই পুজো কিছুটা ম্লান হলেও করোনার সংকট মিটতেই আবার দলে দলে সাধারণ মানুষ এই মায়ের দর্শনে ছুটে আসছেন। পুজো উপলক্ষে মেলা চলবে তিনদিন।