স্থানীয়

ভুল চিকিৎসায় কিডনি বিকল স্বামীর, সাহায্যের আর্তি স্ত্রীর

এনএফবি, আলিপুরদুয়ারঃ

একটি কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। আরেকটি কিডনি নষ্ট হওয়ার পথে। এদিকে শারীরিক অবস্থার অবনতি হতে হতে সংকটজনক অবস্থায় আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের উত্তর দেওগাঁওয়ের বাসিন্দা হতদরিদ্র রাজমিস্ত্রি অতুল বর্মনের। বিঘাখানেক জমি বিক্রি করে বেঙ্গালোরে গিয়ে এমনই কথা জানতে পারে সে। সম্প্রতি বেঙ্গালোর থেকে ফিরে এসে চরম আর্থিক সংকটের মুখে পড়ে বিপাকে পড়েছে অতুলের পরিবার। পরিবারে উপার্জনের একমাত্র পুরুষ মানুষ বলতে সে একাই। স্ত্রী আর পাঁচ বছরের একটি কন্যা সন্তানকে নিয়ে দিশেহারা অতুল বর্মন। ছয়মাস মাস ধরে বীরপাড়া ও শিলিগুড়িতে চিকিৎসা করাচ্ছিলেন তিনি।সম্প্রতি জমি জায়গা বিক্রি করে বেঙ্গালোরে উন্নত চিকিৎসার জন্য যায় সে। সেখানকার চিকিৎসকরা জানান, এ রাজ্যের ভুল চিকিৎসার ফলে তাঁর দুটো কিডনি নষ্ট হতে বসেছে। বর্তমানে কিডনি প্রতিস্থাপন করানো ছাড়া তাকে বাঁচানো সম্ভব নয়। ডোনার সহ কিডনি প্রতিস্থাপনের বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা এক প্রকার অসম্ভব তাঁর পক্ষে। ফলে এখন সে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। সেখানে যেতে গাড়ি ভাড়ার টাকাও জোগাড় করা একপ্রকার দুঃসাধ্য হয়ে পড়েছে তাঁর পক্ষে। এমতাবস্থায় স্বামীকে বাঁচাতে আর্থিক সহযোগিতা চেয়ে কাতর আবেদন জানাচ্ছে অতুলের স্ত্রী সবিতা বর্মন। বর্তমানে আর্থিক সঙ্গতির অভাবে চোখের জল ফেলা ছাড়া আর কিছুই করার নেই সবিতার।

অতুল বর্মন