এনএফবি, ঝাড়গ্রামঃ
নববর্ষের প্রথম দিনেই বিষাদের সুর গোপীবল্লভপুরের টিকায়েৎপুর গ্রামে। সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল ২২ বছরের যুবক। জানা গেছে, নদীর জলে তলিয়ে যাওয়া যুবকের নাম সুরজিৎ মহাকুল,বাড়ি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের পশ্চিম পড়াশিয়া গ্রামে।
জানাগেছে, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সুরজিৎ সুবর্ণরেখা নদীর জলে স্নান করতে নেমেছিল। কিন্তু নদীর জলে স্নান করার সময় হঠাৎ জলের মধ্যে তলিয়ে যায় ওই যুবক। প্রথমে বন্ধুবান্ধবরা সুরজিৎ কে খুঁজতে না পেরে গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা খোঁজ করে না পেয়ে স্থানীয় প্রশাসনে খবর দিলে ডুবুরি এনে যুবকের খোঁজ চলছে বলে জানা গেছে।
তবে এই শুখা মরসুমে একজন তরতাজা যুবকের সুবর্ণরেখা নদীর জলে তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বালি খাদানের বিষয়ে। কারণ স্থানীয়রা অভিযোগ করছেন বালি খাদানের গর্তেই হয়তো পড়ে গেছে ওই যুবক।