এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
সাইবার প্রতারণার ফাঁদে পড়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ এক যুবক। জানা গেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার কুরপরা এলাকার মিন্টু প্রামাণিক নামে ওই যুবক পেটিএম কেওয়াইসি করবার জন্য তার প্রতিবেশী মোঃ গোলামকে তার ডকুমেন্টস দেয়। ওই ব্যক্তি প্রতারিত যুবককে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য একটি দোকানে পাঠায়। ওই দোকানি ওই যুবককে সাবধান করলে ওই যুবক ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে বাড়ি ফিরে যায়।
জানা গেছে , ২২মে ওই যুবক উত্তরপ্রদেশের পুলিশের একটি নোটিশ পেয়ে জানতে পারে ওই যুবকের নামে কলকাতার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে ৷ যেখান থেকে লক্ষাধিক টাকা ট্রানজ্যাকশন হয়েছে। সেই ঘটনাতে ইউপি পুলিশকে ওই যুবক তার সমস্ত বিবরণ বিস্তারিত জানালে ইউপি পুলিশের পরামর্শে ওই যুবক বংশীহারী থানার দ্বারস্থ হয়। বংশীহারী থানা ওই যুবককে দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হতে বলে। কিন্তু ঘটনাটি যেহুতু ইউপি পুলিশের অধীনে তাই দক্ষিণ দিনাজপুর সাইবারক্রাইম থানা ওই যুবকের কেস নিতে চায়নি। সেই ঘটনাতেই ওই যুবক বালুরঘাটের সাংসদের দ্বারস্থ হয়েছে ঘটনার বিহিত করার জন্য।