এটিএম কার্ড জালিয়াতির অভিযোগে গ্রেফতার ২

এনএফবি, কোচবিহারঃ

ষাটটি আলাদা আলাদা ব্যাঙ্কের বিভিন্ন নামের এটিএম কার্ড সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হলদিবাড়ি থানার পুলিশ। ধৃত ওই দুই ব্যক্তির নাম রোহিত কুমার, যার বাড়ি বিহার রাজ্যের গোলাপগঞ্জ জেলায়। দ্বিতীয় ব্যক্তি মহেশ তামাং তার বাড়ি দার্জিলিং জেলার মাটিগাড়াতে।
জানা গেছে, শিলিগুড়িতে এটিএম জালিয়াতি প্রকাশ্যে আসার পরে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই নির্দেশ ছিল এ ধরনের কোন ঘটনা ঘটলে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য। এমত পরিস্থিতিতে দীর্ঘ প্রায় সাত দিন নজরদারির পর হলদিবাড়ি থানা এই দুই জন ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে মোট ৬০টি এটিএম কার্ড, মোবাইল ফোন এবং লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পুলিশ রিমান্ডে নেওয়ার ব্যবস্থা করেছে পুলিশ।
কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার সানি রাজ এবং মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ধৃতদের বিরুদ্ধে জালিয়াতির মামলা রুজু করা হয়েছে। এর সঙ্গে পূর্ববর্তী ঘটনা আর কোন যোগাযোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ।

YouTube player