জেলাফিচার

অফিস চত্ত্বরে শিক্ষককে কানধরে উঠবোস! আধিকারিকের বিরুদ্ধে প্রতিবাদ কান্দিতে

এনএফবি, মুর্শিদাবাদঃ

শিক্ষককে কান ধরে উঠবস করিয়ে সেই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে কান্দি ব্লক ভূমি ও ভূমিসংস্কার দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে বুধবার বিক্ষোভ দেখাল কান্দি প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা ৷ শিক্ষকদের প্রতিবাদের মুখে যদিও নিজের ভুল স্বীকার করেন অভিযুক্ত ঐ আধিকারিক।

জানা গেছে , মুর্শিদাবাদ জেলার কান্দি ভূমি ও ভূমিসংস্কার দফতরের অফিসে গত মঙ্গলবার দিন এক শিক্ষককে কান্দি ভূমি ও ভূমিসংস্কার দফতরের আধিকারিক বাসব দত্ত মজুমদার হাতে সিগারেট নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অপমানসূচক কথাবার্তা বলে হেনস্তা করে ৷ যার প্রতিবাদে বুধবার কান্দি ভূমি ও ভূমি সংস্কার অফিস চত্ত্বরে কান্দি প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা প্রতিবাদ করতে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন ৷

বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

এদিন কান্দি মহকুমা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি খন্দকার আয়নাল হোসেনের উদ্যোগে ও মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে প্রাথমিক শিক্ষক সংগঠনের সদস্যরা। যদিও অভিযুক্ত ঐ আধিকারিক বাসব দত্ত মজুমদার প্রতিবাদকারীদের সামনে তার দোষ স্বীকার করেন এবং বলেন নিছকই উত্তেজিত হয়ে ঘটনাটি ঘটিয়ে ফেলেছে, এই ঘটনার জন্য তিনি লজ্জিত। তবে একজন সরকারি আধিকারিক হয়ে তার এহেন ন্যক্কারজনক আচরণে শিক্ষক মহল ভীষণ ভাবে বিক্ষুব্ধ ৷