এনএফবি, নিউজ ডেস্কঃ
সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত তথ্য অনুযায়ী তুলনামূলক বিচারে গতকালের চেয়ে কিছুটা নিম্নমুখী দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৮৯ জন। মৃত্যু হয়েছে ৩৮৫ জন রোগীর। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬ লাখ ৫৬ হাজার ৩৪১ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৮ হাজার ২০৯ জন।
India reports 2,58,089 COVID cases (13,113 less than yesterday), 385 deaths, and 1,51,740 recoveries in the last 24 hours.
— ANI (@ANI) January 17, 2022
Active case: 16,56,341
Daily positivity rate: 119.65%
Confirmed cases of Omicron: 8,209 pic.twitter.com/Fi345RsMuw