এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
অ্যাপ ডাউনলোডের মাধ্যমে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগ। বৃহস্পতিবার এই অভিযোগ করে এক মহিলা।
জানা গেছে, এক মহিলা সার্ভে টাইম থানায় অভিযোগ করে যে অ্যাপ ডাউনলোডের নামে তার কাছ থেকে প্রায় ৬ লক্ষ ৫১ হাজার টাকা প্রতারণা করা হয়েছে। এরপরেই তদন্তে নামে সাইবার ক্রাইম থানার পুলিশ। আর এরপরেই ৫ জনকে কুমারগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তদের দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করা হয়।
জানা গেছে, পুলিশ অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ হেফাজত চায়। আদালত সবদিক বিচার করে চার অভিযুক্তের ১৩ দিনের পুলিশ হেফাজত এবং এক অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজত মঞ্জুর করেছে বলে জানা গেছে।